জয়িতার মন খারাপ। ঐশ্বরিয়ার মত তার চোখ নীল নীল নয় । মাঝে মাঝে ভাবে চোখে লেন্স পড়বে। কিন্তু রাহাতে জন্য তা আর করা হয়ে ওঠেনা। কালো চোখই তার বেশি প্রিয়। তাই রাহাতের প্রতি একটা ছোট্ট ক্ষোভ জয়িতার রয়েই গেছে। সেদিন জন্মদিনের পার্টিতে ঠিক ঐশ্বরিয়ার মত করে সাজলো । চোখে লেন্সও পড়লো। কিন্তু যেই রাহাতের মুখোমুখি দাঁড়ালো অমনি রাহাতের মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গেল। আর জয়িতাও মন খারাপ করে লেন্সটা খুলে ফেললো। কদিন পর হঠাৎ নিজের ডেস্কের উপর একটা এ্যালবাম দেখতে পায় জয়িতা। আরে এতো তার জন্মদিনে তোলা ছবিগুলো। কি সুন্দর লাগছে ওকে । একেবারে তার মনের মত। কিন্তু তার চোখগুলো নীল হলো কি করে। একরাশ বিস্ময় নিয়ে জয়িতা ঘুরে দাড়াঁয় । অবাক হয়ে দ্যাখে রাহাত হাসছে। আর তখনই জয়িতার মনে পড়ে যায় এটা ফটোশপের কারসাজি।
রাহাতের মত আপনিও চাইলেই আপনার অথবা আপনার প্রিয়জনের ছবির চোখের রং পাল্টে দিতে পারেন।কেমন করে করবেন সেটা জানাতেই আমাদের আজকের এই টিউটোরিয়াল।তো হয়ে যাক. . .If you want , you may able to change you or yours dear ones eyes color.How? My today's attempt to inform such, so lets begin......
Actual Image (আসল ইমেজ)
Final result (পরিবর্তিত ইমেজ)
Step : 1 (স্টেপ :১)
First, open a .jpg image (প্রথমে একটি ইমেজ ওপেন করুন।আমি এখানে নিচের এই .jpg ইমেজটি নিয়েছি।)
Step :2 ( স্টেপ: ২)
Now select "Elliptical marquee tool" and select the middle of the eye. You may also select this by using "lasso tool" or" pen tool".Add feather to to your selection. For this enter : select-Feather(3-5 pixel) and press OK.
(এবার Elliptical marquee নামের সিলেকশন টুল ব্যবহার করে চোখের মাঝখান টা সিলেক্ট করুন। আপনি চাইলে Lasso tool অথবা Pen tool দিয়েও কাজটি করতে পারেন। এবার সিলেকশনে ফেদার যোগ করুন। এজন্য নিচের কমান্ডটি প্রয়োগ করুন:
Select-Feather (3-5 pixel) এবং OK করুন।)
Step : 3 (স্টেপ : ৩)
Create another layer before over the background layer and name it as "layer-1". Now select gradient tool i.e.Select-Radial Gradient (Black and White), Mode-Normal, Opacity100%,Transparency-Allowed.Drag from middle of eye till outside. You must conform that the foreground color is black and the background color is white. If nor "press B" to do so.
(ব্যাকগ্রাউন্ড লেয়ারটির উপরে আর একটি লেয়ার তৈরী করুন এবং এর নাম দিন Layer- 1। এখন Layer-1 সিলেক্ট থাকা অবস্থায় গ্রাডিয়েন্ট টুল সিলেক্ট করুন ;এজন্য Select-Radial Gradient (Black and White), Mode-Normal, Opacity100%,Transparency-Allowed করুন এবং চোখের মনির মাঝখান থেকে বাইরে পযর্ন্ত ড্রাগ করুন। লক্ষ্য রাখবেন ফোরগ্রাউন্ড কালার কালো এবং ব্যাকপ্রাউন্ড কালার যেন সাদা থাকে। না থাকলে কিবোর্ডে D চেপে কালার সেটিংস করে নিন।)
Step.4 (স্টেপ: ৪)
Deselect by pressing Ctrl+D and add Different clouds filter. For this enter -Filter-Render-Different clouds.
(Ctrl+D চেপে ডিসিলেক্ট করে নিন এবং Different clouds filter প্রয়োগ করুন।এজন্যFilter-Render-Different clouds কমান্ডটি প্রয়োগ করুন )
Step : 5 (স্টেপ : ৫)
Now convert the layer by pressing Ctrl+I.The result will be like below-
(এবার Ctrl+I চেপে লেয়ারটিকে কনভার্ট করে নিন।)
Step :6 (স্টেপ :৬)
With selecting Layer-1 change its Hue/Saturation. For this press Image > Adjustments > Hue/Saturation
Hue: +(190-205)
Saturation: 100
Lightness: 0 and colorize Box - allowed.
(Layer-1 নামের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এর Hue/Saturation বদলে দিন।এজন্য নিচের কমান্ডটি প্রয়োগ করুন-
Image > Adjustments > Hue/Saturation
Hue: +(190-205অথবা পছন্দমত)
Saturation: 100
Lightness: 0 এবং colorize Box এ টিক দিন)
Now the image should look like this.
(ফলে ইমেজটি দেখতে নিচের ছবিটির মত হবে)
Step : 7 (স্টেপ:৭)
Now change the blending option by right clicking on Layer-1 or press Layer-blending option and change the mode=color dodge;opacity-89 ,fill opacity-74.. You may also change the settings as you like.
(এবার লেয়ারটির উপর রাইট মাউস ক্লিক করে এর ব্লেন্ডিং মোড color dodge করে দিন। অথবা আপনি লেয়ার মেন্যুর ব্লেন্ডিং অপশন এ গিয়েও মোড বদলে দিতে পারেন। Opacity-89 এবং Fill Opacity-74 করুন। আপনি চাইলে আপনার পছন্দমত সেটিংস দিতে পারেন, যেমনটা আপনি চাইবেন)
Step :8 (স্টেপ: ৮)
Press Ctrl+E and merge the layer. Now observe the final result.
(Ctrl+E চেপে মার্জ ডাউন করুন এবং চূড়ান্ত ফলাফল দেখুন)
লিংকটা এখানে http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=57&t=1941