মনকে বলি, এইযে তুমি রাত হবে না ভোর হবে ?
মন পাখিটা একটু হেসে ভাবতে থাকে কি হবে সে।
কি হবে সে ...............
আমি বৃষ্টি হয়ে গা ভেজাবো ,
ভর দুপুরে
কাকের পায়ের উদাস রোদে মন ছড়ি'য়ে ভোর হবো,
বসন স্রোতে বসন পেতে মাঝ বুকেতে স্রোত হবো,
ফাগুন রঙয়া আগুন পটে কষ্ট কাঁটার ঝোঁপ হবো
কি হবো, আর কি হবো ??? :(
.............
" অনেকদিন কিছু লেখা হয়ে ওঠেনা। অনুভূতিগুলো হয়তো ভোঁতা হয়ে গেছে। কিংবা যে চোখটা দিয়ে স্বপ্ন দেখতাম বুঁজে গেছে কিংবা নতুন স্বপ্ন নিয়ে ফোটার অপেক্ষায় আছে। ব্যাংকের রাশি রাশি টাকার সামনে বসে মনে হয় দু'হাত দিয়ে উপর থেকে সব নোট গুলো ছড়িয়ে দেই।।আর সব ইচ্ছের মত এ ইচ্ছেটাও চাপা পড়ে যায়। ব্যস্ত হয়ে যাই সম্মুখের পানে। ফেসবুকে কথা বলতে বলতে লাইনগুলো মাথার ভেতর বেড়াতে এলো । রোবোকপের মত ঝেড়ে ফেলে দিলাম। কারণ কবি এবং কবিতা দুটো অসমাপ্ত থাকবে :)
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
3 comments:
oshadharon ....
গান না কবিতা? আমার কাছে তো গানের সুরের মতো বেজে বেজে উঠলো মনে হলো। সুন্দর লিখেছেন। কাজের মধ্যে থাকতে থাকতে আমার মন মাঝে মাঝে আউলা হইতে চায়। সবার মতো সিনসিয়ার হতে চাই নি কখনো...তবু হতে হলো...-tuto
আনার লেখা হঠাৎ করেই আবিস্কার করলাম, তারপর শুধু পড়েই যাচ্ছি। কোথায় যেন ভাবনার একটা মিল মাঝে মাঝে উকি দিচ্ছে। অবশেষে বুঝলাম - সূত্রটা ফটোগ্রাফির নেশা/ সখ। ভুল করে অন্য পেশায় আমিও - কিন্তু সময় নিলেও সামলে উঠার চেষ্টা
করছি। ফটোগ্রাফি শুরু করেছি মাত্র। মনে হলো শেয়ার করি। আমার ব্লগের পুরানো কিছু লেখার ছবিগুলো ছাড়া সব ছবি আমার তোলা।
ভালো থাকবেন।
http://ocheen-elomelo.blogspot.com/search?updated-min=2010-01-01T00%3A00%3A00%2B06%3A00&updated-max=2011-01-01T00%3A00%3A00%2B06%3A00&max-results=25
http://www.flickr.com/photos/vanilla_princess/
Post a Comment