হাত বাড়িয়ে ছুইনা তোকে মন বাড়িয়ে ছুই
দুইকে আমি এক করিনা এক কে করি দুই
হেমের মাঝে শুইনা যবে প্রেমের মাঝে শুই
তুই কেমন করে যাবি?
পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি
তবুও তুই বলিস যদি যাই
দেখবি তোর সম্মুখে পথ নাই
তখন আমি একটু ছোব
হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে
তুই উঠবি আমার নায়ে? আমার বৈতরণির নায়ে
নায়ের মাঝে বসবো বটে নায়ের মাঝে শোব
হাত দিয়েতো ছোবনা মুখ, দুঃখ দিয়ে ছোব।
নির্মলেন্দু গুণ
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment