Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

.................

নেপোটিজম আজকাল সবখানে। যেদিকেই তাকাই ক্ষমতার ছড়াছড়ি। ছোট্ট যে শিশু যার মুখের গহবরে সদ্য জন্ম নিচ্ছে কচি কচি দুধদাঁত সেও প্রবল আক্রোশে চেপে বসে চামড়ার নরম বিছানায়। অনেক , অনেক দিন আগে একটা মানুষ যার প্রতিটি কথা আমার কাছে আদেশের মত, এমনকি দীর্ঘশ্বাসটুকু, বলেছিল,

"do u write blog?could u please give me the link?I like blogging....." তারিখটা ২৩/৭/২০০৮।

মানুষের স্বভাবের একটা দিক আছে। কবি আহসান হাবীবের কথায় বলতে হয় " তার স্বভাব কাঙাল, ফেরাতে পারে না কথা"। আমিও ফেরাতে পারিনা কথা। নেটের অনেক ঠিকানায় ঘুরলাম,জানলাম। কিছু করার চেষ্টাও করলাম। দেখলাম নেপোটিজম এখানেও। আবার এমনও আছে কিছু লোক কোন কারণ ছাড়াই দোষ খুঁজতে থাকে। মানুষ তার নিজের সম্পত্তিতে যা খুশি করতেই পারে। আমি সাধারন মানুষ। ফোরাম, ব্লগের কোন এডমিনও নই, সমন্বয়ক, উপদেষ্টা .......ইত্যাদী কিছুই নই। একটা মানুষ যে হাজারটা সূর্যডোবা শেষে ফিরে না আসলেও কেউ খুঁজবে না কোথাও সে হারালো। কখনো কেউ জানবেও না কেন সে হারালো, কিসের নেশায়। তবে সত্যিই আশ্চর্য্য লাগে যখন দেখি এসব ফোরাম বা ব্লগের প্রশাসন পর্যায়ে যারা আছেন তারা যদি নিজেদের সর্দি হলেও নতুন টপিক পোস্ট করেন তবে ফোরাম ভারী হয়না। তাদের জিভ দেখানো ইমোটিকনও দারুন প্রয়োজনীয় , মূল্যবান । অথচ আমরা যারা সাধারণ তাদের ... ওদের দোষ দিয়ে আর কি লাভ। সবখানেই কিছু ঘোলা জল থাকে। অন্যের দোষ না খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। যদিও আমি বোকা, তথাপি ক্ষান্ত দিলাম।

ভাল থেকো ফেসবুক, ভাল থেকো ফোরাম, ভাল থেকো ব্লগ,ভাল থেকো সচলেরা।

জীবনানন্দের "
অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ " কবিতাটা আজ খুব, খুব মনে পড়ছে ..........


অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশী আজ চোখে দেখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি,
এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাহাদের হৃদয়।

0 comments:

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List