নিদ্রার তরঙ্গের মধ্যে
আমি তোমার কাছে এলাম
তোমার কটিদেশ পর্যন্ত
বরফে নিমজ্জিত।
তুমি তোমার বাহু দুটি বাড়িয়ে দিলে
স্বপ্নের বিচূর্ণতায় আমি পানি হয়ে
তোমার কাছে এলাম ।
লাইনগুলো কার ঠিক মনে নেই। তবে হাইস্কুলে পড়ার সময়ে পড়া এটুকু মনে আছে। পুরনো সেই ডায়রীটা নাড়তে নাড়তে হঠাৎ মনে হলো একেও ভাসানোর সময় এসেছে। মষ্তিস্কের কোষগুলো গরম হয়ে উঠছে আর সে আগুনে পুড়ছে শিরা-কোষ-উপশিরা ..........
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment