আমিও শোকার্ত । দ্যাখো কালো ফিতে এঁটেছি জামায়
সযত্নে। আমার কন্ঠ বার বার হাহাকার তোলে, আহা
মৃত্ব্যুর এমন
নগ্নরুপ জীবনে দেখিনি।
আমিও শোকার্ত। তাই পথ চলতে কখনো উদাস
দু'চোখ আকাশে রাখি,
অফিসে অথবা
ঘরের চায়ের ঠাটে
ক্লান্ত ঠোঁট অলস চুমুক কেঁপে ওঠে কখনো কখনো ।
আমিও শোকার্ত তাই আর্তের সেবায়
যখন যাদের দেখি অগ্রসর
অপার উৎসাহ দেই অনায়াসে
" এসো , খোদা হাফেজ : তোমরাই
তোমাদের আত্নদানে জানি
সারাদেশে জ্বেলে যাবে গৌরবের শিখা !
আমি এই শোকের মিছিলে সঙ্গী বটে, তবে
যখন অসহ্য হয়
শুধু শোক যখন আমার
অস্তিত্বকে ঢেকে দেয়
তখন কেবল
তখন কেবল এই কালো ফিতে বড় ..বড়, আরো বড় করে
একটি বড় কাফন বানাই
শোকের কাফন।
সারা শোক কাফনে আবৃত করি এবং ঘুমাই
শান্ত হয়ে। যেমন দেখেছি
মৃতের গলিত শব শ্বেত বস্ত্রে নিজেকে লুকিয়ে
লোকালয় আর সব কোলাহল থেকে
দূরে সরে নিশ্চিন্তে ঘুমায়।
আহসান হাবীব
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment