সুদের আরবী শব্দ রি'বা । এর আভিধানিক অর্থ বৃদ্ধি, আধিক্য, পরিবর্ধন, বেশি , স্ফীত , বিকাশ ইত্যাদী। সুদ ফার্সী ও উর্দু শব্দ যা আরবী রি'বার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়। বাংলাভাষায় বলা হয় কুসীদ। সুদ শব্দটিও বাংলাভাষায় আরবী রি'বার প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়।ইসলামী শরীয়ায় লেনদেনের ক্ষেত্রে চুক্তির শর্তানুযায়ী শরীয়াহ সম্মত কোনরুপ বিনিময় ব্যতীত মূলধনের উপর অতিরিক্ত যা কিছু গ্রহণ করা হয় তাকে সুদ বলে।
তাফসীরবিদ ইবনে জরীর মুজাহিদ থেকে বর্ণনা করেন :" জাহেলিয়াত আমলে প্রচলিত ও কোরআনে নিষিদ্ধ রি'বা হলো কাউকে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ দিয়ে মূলধনের অতিরিক্ত নির্দিষ্ট পরিমান অর্থ গ্রহন করা। আরবরা তাই করতো এবং নির্দিষ্ট মেয়াদে ঋণ পরিশোধ করতে না পারলে সুদ বাড়িয়ে দেবার শর্তে মেয়াদ বাড়িয়ে দেয়া হতো।"
( তাফসীরে ইবনে জরীর , ৩য় খন্ড, ৬২ পৃষ্ঠা )
রসূল ( সা ) বলেন, "যে ঋণ কোন মুনাফা টানে তাই রি'বা ।"
( জামে-সগীর )
সুদের শর্ত : ১. লেনদেন ঋণ সংক্রান্ত বিষয় হওয়া।
২. মূলধনের পরিমান নির্দিষ্ট থাকা।
৩. ঋন পরিশোধের সময়সীমা নির্দিষ্ট থাকা।
৪. ঋন দানের শর্ত হিসেবে অতিরিক্ত কোন কিছু আদায় করা।
৫. অতিরিক্ত যা কিছু আদায় করা হয় তার শরীয়াহ সম্মত কোন বিনিময় না থাকা।
৬. অতিরিক্ত অংশের পরিমান পূর্ব নির্ধারিত হারে আদায় করা।
৭. সময়ের অনুপাতে মূলধনের অতিরিক্ত অংশের পরিমান নির্ধারিত হওয়া।
৮. উপরের বিষয়গুলোকে লেনদেনের শর্ত হিসেবে গণ্য করা।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment