Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

এই আমি

এই আমি

আমি তোমাদের ঝাঁকের কেউ নই,
তাই বুঝি দু'পায়ে মাড়িয়ে যেতে চাও?
আমার ভালবাসা'কে তোমাদের কাছে মনে হয়
আবেগের বিলাসিতা,
যন্ত্রণায় নীল হয়ে যাওয়া এই আমি
প্রতিদিন জন্ম নেই শত শত
নীল অপরাজিতার বুকে,
আমার বেদনার রঙে নীল হয় আকাশ,
তার ছায়া পড়ে সাগরের নোনা জলে,
এলোমেলো হয়ে ওঠা আগুনের নীল শিখাগুলো
হুন্কার দেয় নীরব অভিমানের।
গর্বোদ্ধত তোমাদের পদধ্বনি ছিন্ন করে
আমার চিন্তার জাল,
তবুও সব কিছুর পরে নতুন করে স্বপ্ন বুনি,
নতুন ফসল ঘরে তোলার আশায়
নতুনের মাঝে...........
তোমাদের জন্মদিনে আমি উপহার দেই বুক ভরা ভালবাসা,
আমার ভালবাসার উষ্ণতায় ভিজে যায় তোমাদের নীড়পাতা ,
বিনিময়ে তোমরা দাও অবহেলার
বিশাল আস্তরণ,
বিশালতার চাপে নিষ্পেসিত আমি
উপড়ে ফেলি স্বপ্নের শিকড়,
তবুও স্বপ্নেরা উঁকিঝুঁকি মারে,
স্মৃতির প্লাটফর্মে হাঁটতে হাঁটতে
খুলে দেই মনের জানালা,
আমি চাইনি কখনো হতে
তোমাদের ঝাঁকের মাঝে নতুন কোন আপদ।

গন্তব্যে

গন্তব্যে


"যেতে জানি থেমে যেতে হবে একদিন
সাথে করে সাথী কোন এক অজানারে,
দ্বারে দ্বারে খুঁজে ফিরি সেই অচেনারে
নিয়ে যাবে যে আমার করে আয়ুহীন।।
নামহীন ফুল আমি ফুটেছিলাম হয়ে আগাছা
দলিত করেছে মোরে সবে,
নেয়নি টেনে কেউ কভু কাছে
রাখেনি হাত দুটি নিয়ে বুক ভরা ভালবাসা।।
পেয়েছি অবহেলা তবু চাইনি প্রতিদান
দিতে দিতে হয়ে গেছি নি:শেষ,
জীবন সায়ান্হে এসে করি গন্ডুষ ভরে পান
ঘৃণা আর অপমানের জ্বালা নি:শেষ।।"

(৩/১/৯৮)

অনেকটা দিন কষ্টগুলো বড্ড বেশি ভারী মনে হতো। মৃত্ব্যুর চিন্তাটাকে এত সুখের কেন মনে হতো কে জানে।

আকাশ

আকাশ

"আকাশ, হৃদয় আমার
তোমার বুকেতে আমি মেঘ হবো,
শ্রাবণের বারিধারা হয়ে ভেজাবো
তৃষিত পৃথিবীকে,
স্বপ্নের দ্যুতি হয়ে ছড়াবো আলোর মেলা।
আকাশ, নীলাম্বর আমার,
স্বপ্নেরা ক্ষয়ে ক্ষয়ে যাবে, ভিজে যাবে সাদা বকের উষ্ণ রোমশ,
তবুও আমি বলবো,
আকাশ,তোমার
আকাশে আমি নদী/তারা হবো,
মেঘ হয়ে ভেসে যাবো অনন্ত নীলিমায়।"


(১৮/৩/৯৭)

নি:সঙ্গতা

নি:সঙ্গতা


"কাটেনা সময়
তাই বসে আছি একা
সঙ্গিনী আজ শুধু নীরবতা।
মাথার উপরে ছাদ নেই কোন
আছে শুধু নীলাকাশ।
প্রিয়ার বদলে তরুলতা তাই
সঙ্গী হয়েছে আজ।
বাতাসে ছোঁয়া ঘাসের পরশ
নেচে নেচে ওঠে বলি,
একেলা এই উদাস দুপুর
কাটে না বলো কি করি?
তোমার ছোঁয়া নেই আজ মোর
তবুতো সময় যায়,
ভালবাসো বা নাই বা বাসো
তবুও বাসিতে চাই।
হিয়া চাইনা, অশ্রু চাইনা
চাই শুধু তোমায়,
চাই শুধু একটু সময়
তোমায় ভালবাসিবার।।"

১৮/১২/৯৬

শেষটা বড্ড এলোমেলো। কৈশরের সবকিছুই বোধহয় অগোছালো থাকে।

কিছু কথা

কিছু কথা

কিছু কথা, কিছু ব্যথা জমে
আছে মনে,
তাই লিখতে বসেছি।
কিছু আশা, কিছু ভাষা
গাঁথে মালা মনে,
তাই বলতে এসেছি।
কিছু দিন , কিছু ক্ষণ
ছিল অবসরে,
তাই জানাতে চেয়েছি।
কিছু রাত, কিছু স্মৃতি
আশা যুগিয়েছে,
তাই বলতে গিয়েছি।
কিছু ছবি, কিছু চাওয়া
হয়েছে পূরণ,
তাই হৃদয়ে একেঁছি।
এখন আমার বুকে অখন্ড অবসর,
তাই নি:সঙ্গ কাটছে এই নিস্তব্ধ প্রহর।।


২৬/১২/৯৬

কে তুমি?

কে তুমি?

"কে তুমি চেয়ে আছো আমার দিকে
এমন বিষন্ন ভরা দৃষ্টি নিয়ে?
ক্লান্ত ঐ চাহনীতে আছে শুধু ব্যথা,
কিছু গান, কিছু কথা ,কিছু ব্যাকুলতা।
হৃদয়ের বন্ধ দুয়ারে আঘাত হানতে চাও বার বার,
কে তুমি?তাকাতে চাও আমার দিকে কৌতুহলী বার বার।
ক্লান্ত দুটি হাত, থেকে থেকে শুধু করে
করাঘাত,
মাঝে মাঝে শুধু চেয়ে চেয়ে দ্যাখে
করে নাকো প্রতিবাদ।
আশন্কা আর অবিশ্বাসে বন্ধ হৃদয় পাট,
কে তুমি, দ্বন্দহীন, শঙ্কাহীন, করতে চাও আঘাত?"

১৬/১১/৯৬...

রোবোকপের ডায়রী

বিকেলের সূর্য ডোবা দেখতে দেখতে হঠাৎ মনে হলো সূর্যটা আকাশের বাড়ি বেড়াতে গেছে, যেখানে রোবোর বসবাস। রোবো নামটা আমার খুব প্রিয়।খোলসের ভেতর যে মানুষগুলো বড় হয় তাদের অন্ধকারটুকু বাইরে জমা থাকে।আর বুকের গহবর জুড়ে থাকে অবারিত শূণ্যতা। যেখানে কোন অপরিচ্ছন্নতা নেই, মিথ্যের বসবাস নেই। আবেগগুলোকে খোলসের ভেতর পুষে রেখে এ মানুষগুলো বড় হয়। খোলসের উপর not at desk স্ট্যাটাস টাঙ্গিয়ে নিজেকে আড়াল করে।মানুষের জন্য বাঁচে,মানুষের জন্য ভাবে, মানুষের জন্য কাঁদে। যখনই কেউ আমাকে কষ্ট দেয় আমি তার ছায়া পর্যন্ত এড়িয়ে চলি।কিন্তু যে মানুষটাকে আমি ভালবাসি, পছন্দ করি তার বুকের গভীরে লাঙ্গল চালিয়ে খুঁজে পাবার চেষ্টা করি কষ্টের বীজ টা ঠিক কোথায় বোনা হয়েছে।বোঝার চেষ্টা করি কি এই না বলা কষ্টের উৎস । কারণ আমি খুব ভাল করেই জানি যে হাতটা দূরে সরাবার চেষ্টায় আপ্রাণ নিমজ্জিত কষ্টের ব্যথায় সেও গুমরে গুমরে মরে।শুধু মুখ ফুটে বলতে পারেনা। কখনো কখনো আমি সেই না বলা হৃদয়ের ধ্বকধকানি শুনতে পাই। তাই যে কষ্টটুকু আমি পাই আমি জানি সেটুকু দ্বিগুন হয়ে আরেকটা বুকে বাজতে থাকে।তাকে আমি কেমন করে ছুঁই?

(রোবোকপের ডায়রী : অন্তসারশূণ্য)

সূর্য তার রাত্রিবাস ঝেড়ে ফেলেছে
কুয়াশার চাদরে ঢেকে সকালের সূর্যটাকে বিবস্ত্রহীনতার লজ্জা থেকে
অব্যাহতি দিয়েছে শীতের সকাল।
এখানে এখন রাত
ওখানে দিন,
এখানে সূর্য,ওখানে মলিন,
এখানে আলো, ওখানে চাদঁ
এখানে কুয়াশা, ওখানে রাত।
আকাশের তারাগুলো তুষারের কণা,
সবুজের সমাবেশে সাদাদের আনাগোনা।
এখানে জীবন, ওখানে ঘুমের দেশে বাস,
এখানে ক্লান্তি, ওখানে সময়ের অবকাশ।
কাঁচের দেয়ালে হেলান দিয়ে সূর্যটাকে ছোঁয়া,
রাতের আধাঁরে লুকিয়ে থেকে স্বপ্ন খুঁজে পাওয়া,
দূরের নদী সুর ভুলে যায়,স্বপ্নগুলো ভাসে
ভাবনাগুলো গুমরে মরে ধু ধু বালুচরে।
কান্না বুকে, উদাস চোখে আকাশ চেয়ে থাকে
শিশির হয়ে কান্নাগুলো মেঘের বুকে ভাসে।

কান্নাগুলো আছড়ে পড়ে খোলসের দেয়ালে দেয়ালে।ডানা ভাঙ্গা আহত পাখির মত ছটছট করতে থাকি।মাঝে মাঝে মনে হয় যদি উড়ে যেতে পারতাম। নির্বাক চোখে একটা দুইটা তিনটা কাঁচের দেয়াল ভেদ করে অনুভূতিগুলো বেরিয়ে আসতে চায়।সময়ের ফাঁকে ফাঁকে, আঁধারে লুকিয়ে ছুঁয়ে থাকার আপ্রাণ চেষ্টা করি।শাসনের বেড়াজাল, শোসনের তিক্ততা মনটা’কে বিষিয়ে তোলে। কিছু করতে না পারার ক্ষমতা বৃথা আস্ফালন করে। রাতের আঁধারে মনের চোখ দিয়ে আকাশের এধার ওধার ঘুরে বেড়াই। ছোঁয়া হয়না কিছুই। ঘুম ঘুম চোখে চেয়ে চেয়ে কালক্ষেপণ করি আকাশের ঠিকানাগুলোই । কত কাছে সব কিছু, পরিচিত মানুষগুলো, আরে এইতো, সবাইকেই তো দেখতে পাচ্ছি। একমুঠো হাসি খেলা করে আমার অধরে। চশমার ফাঁক দিয়ে উপচে পড়ে রাশি রাশি খুশি ।পরিচিত নামগুলো, পরিচিত মুখগুলো,পরিচিত কন্ঠগুলো ভেসে আসে অদৃশ্যের বার্তা হয়ে। মাঝে মাঝে ভুলে যাই কতটা দূরে আছি। হাত বাড়াতে চাই।আশে পাশের মানুষগুলো সুযোগ খোঁজে আমার সরলতাকে সফলতায় পর্যবসিত করতে।মানুষ থেকে আমি হয়ে যাই সফলতার হাতিয়ার। আমাকে ভেঙ্গে আমাকে আড়াল করে আমারই সহযোগীতাকে কাজে লাগায় আমার বিরুদ্ধে। আমি সব বুঝে কিছুই না বোঝার ভান করি।অদৃশ্য দেয়াল তুলে মিশতে থাকি, যেন কিছুই হয়নি। মাঝে মাঝে ভাবি সব ভেঙ্গে চুরে একাকার করে দেই। আবারো খোলসের মাঝে প্রাচীর গড়ে তুলি। যে জায়গাগুলো ক্ষয়ে গেছে তাকে পূরণের আপ্রাণ চেষ্টায় হৃদয়ের সবটুকু মনযোগ ঢেলে দেই। মিথ্যে স্টাটাস লিখে রেখে ব্যস্ত হবার ভান করি। কখনো কখনো কাঁচের ওপাশে অদৃশ্য হয়ে থাকি। মানুষকে ঠকাই, সাথে সাথে নিজেকেও।"
দুপুর বেলা কেন জানিনা মাথার মধ্যে লাইনগুলো ঘুরে ফিরে আসছিল, লিখে ফেললাম।কোন শিরোনাম টা দিলে ঠিক হবে বুঝতে পারলাম না।থাকনা কিছু শিরোনামহীন ভাবনা।

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List