Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

আমার দিনগুলো
Tuesday, November 25, 2008 at 3:46am

প্রতিদিনের সকালটা শুরু হয় কুয়াশা কাফন পরে।কুয়াশার ঘন চাদরে বুকটাকে ঢেকে অস্পষ্টতার মাঝে হারিয়ে যাই।কাকেদের ধূসর কালো ঠোঁটে, মেঘেদের ঈষৎ গোলাপী গালে কুয়াশার দীর্ঘশ্বাস মাখতে মাখতে সূর্য ওঠা দেখি।আজ আমার মন ভাল নেই।কালও ছিলনা, এমনকি পরশুও অথবা তারও কিছুদিন আগে।

আজকাল কোন কিছু নিয়ে আর ভাবতে ইচ্ছে হয়না। তবুও ভাবনাগুলো থেকে থেকে মাথার নিকষকালো সিঁড়িগুলোতে পদাঘাত করে।ছোট্ট একটুকরো টিস্যু নিয়ে মাথার ভেতরে পরম যত্নে হাত ছোঁয়াই........এখন শীতের দিন।শুষ্কতা, রুক্ষতা, পাতা ঝরানোর দিন, মেঘ ভরানোর দিন।

0 comments:

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

Blog Archive

My Blog List