অন্ধকারের গান ; তুমি
......................................
শেওলা পাতার বিশাল চাদরে এলোমেলো এই আমি খন্ডিত স্বত্তাগুলোকে জুঁড়ে আবারো বাঁচার স্বপ্ন দেখি। স্বপ্নেরা লুকোচুরি খেলে ,হাতছানি দেয়, উঁকি দিয়ে যায় মনের জানালায়, আধো আলো আধো ছায়ায় চেনা-অচেনার আবরণে ঢাকা অস্পশ্ট মুখাবয়ব ঝাপটে ধরে আমার হৃদয়টাকে, ভালবাসা না পাবার কষ্টে আহত আমি চেয়ে চেয়ে দেখি স্বপ্নলুন্ঠনের সীমানা। আমার হৃদয় ভূলুন্ঠিত হয়, রক্তাক্ত হয, গড়াগড়ি খায়, হৃদপিন্ড ছিঁড়ে চুইয়ে চুইয়ে অগোছালো হয়ে ঝরে পড়ে ভালবাসা না পাবার দীর্ঘশ্বাস, নির্বাক আমি মনের জানালায় টোঁকা দেই আর স্মৃতির প্লাটফর্মে হাঁটতে হাঁটতে ছড়িয়ে দেই শেওলাপাতার বিশাল চাদর দূর আকাশের গায়.............................
বন্ধু তুমি ভুল করো না
ভুলের সাগর কালো,
ছিনিয়ে নেবে সুখের স্মৃতি
মনের সকল আলো।
বন্ধু তুমি সুর ছিঁড়ো না
সুরের ব্যথায় গেঁথে,
ভাসিয়ে নিয়ে যাবে তোমায়
ভুলের পথের দেশে।
বন্ধু তুমি মুখ খুলো না
মনের তেতো ব্যথা,
এলোমেলো করবে তোমার
না বলা সব কথা।
বন্ধু তুমি আজকে এসো
নতুন পথের বাঁকে,
দূর করো সব দ্বিধার মেলা
আজকে ভালবেসে।
ভালবাসার রঙিন ছোঁয়ায়
জড়িয়ে দুটো হাত,
আজকে আবার শুরু করি
জীবন ধারাপাত।
বন্ধু এইতো আমি
আবার কোথায় চলো?
ভালবাসার মধুর কথায়
সকল ব্যথা ভোল।।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment