ভালবাসালিজম:
------------------------------------------
লোকে বলে প্রেমে পড়েছি,
আমি বলি প্রেমে পড়ো না , প্রেমে পড়াও,
আস্তে করে ভালবাসার শুঁড় ঢুকিয়ে দাও হৃদয়ের গহ্বরে,
অপেক্ষা করো......................
পানি দাও, সার দাও, আগাছা নিধন করো
প্রয়োজনে কীটনাশক দিতেও ভুল করো না,
যদি মনে করো ট্রাকটর প্রয়োজন,
আমদানী করো জীবনের বন্দর থেকে,
বুকের জমিন চষে একে একে ফেলে দাও কাঁটাঝোপ,
ভালবাসার নিড়ানী দিয়ে উপড়ে ফেলো প্রতিযোগী নামের আগাছা,
ছোট ছোট শাসনের খোঁচা দিতেও ভুল করো না।
বিরহকে আসতে দাও, অপেক্ষায় ভালবাসা বাড়ে
বাড়ে ভালবাসার উত্তাপ,
মাঝে মাঝে মুখ ফিরিয়ে নাও, অপেক্ষায় থাকো....
যদি দ্যাখো হৃদয়ের দেয়ালে ফাটল ধরেছে
উতলা হয়ো না,
নীরবে দ্যাখো পাহাড় কেটে আগ্নেয়গিরি বেরিয়ে এসেছে না আবেগের ঝরনাধারা
যদি দ্যাখো শীতল ঝরনা ধারা, বিরহের রেললাইন দীর্ঘ করো
তবে খুব বেশি দীর্ঘ করো না, সময়ের কালক্ষেপণে আবেগ ঝাপসা হয়ে আসে
মাঝে মাঝে ভালবাসার হাত ধরে উঁকি দাও,
আবার তোমার ভালবাসার রেলগাড়িকে প্লাটফর্ম থেকে ছুটি দাও,
ফলাফল দ্যাখো..........
যদি বোঝো পাহাড় ভেঙ্গে আগুন বেড়িয়ে এসেছে,
পুড়িয়ে দিতে চায়,
নতজানু হও,
বাড়াবাড়ি করো না,
যদি বোঝো ভালবাসার জাল সবখানে পোঁতা আছে তোমার মতো পোকাদের ধরবে বলে,
নীরবে সরে এসো,
ভালবাসা চাই , ভালবাসা চাই বলে মরিয়া হয়ে উঠো না,
তাহলেই সর্বনাশ,
ভালবাসাও এক প্রকার যুদ্ধ,
এখানে সফল কৃষকের মত মাটির সৈনিক হতে হয়,
লড়তে হয় প্রতিকূলতার বিরুদ্ধে , শক্ত হাতে ধরতে হয় হৃদয় শাবল,
ভালবাসার নিড়ানী হতে হয় করাতের চেয়েও ধারালো,
ভালবাসার সার চাই, অনুভবের সেচ চাই,
চাই বুদ্ধির মারণাস্ত্র,
অপেক্ষার মই বেয়ে নামতে হয়,
এতসব কিছুর পরেও যদি দ্যাখো তোমার ভালবাসার ফসলে চিটা ধরেছে নিরাশ হয়ো না,
আবার বীজ বোনো, সার দাও ,সেচ দাও,
কিন্তু ভুলেও ফিরে এসোনা,
ভালবাসার সোনালি ফসল তোমার ঘরে উঠলো না, ক্ষতি কি?
তোমার শ্রমের অন্নে র্পূণ হবে আরেকটা উদর,
তুমি তাকে বঞ্চিত করোনা,
ক্ষুধার জ্বালা তোমার বুকেও তো বেজেছে বন্ধু
সে জ্বালায় যেমন পুড়েছে তোমার সোনাফলা জমিন
তেমনি আরেকটা জমি অনুর্বরা হোক তাই কি তুমি চাও?
তাই বলি ভালবেসে ফতুর হয়ো না, ভরিয়ে দাও , ছড়িয়ে দাও সবখানে
ভালবাসার শুঁড়টা আস্তে করে বুকে ঢুকিয়ে দাও,
প্রেমে পড়োনা , প্রেমে পড়াও....................
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment