তোমাকে (২৪/৪/৯৮)
" চোখ বুজলেই তোমাকে দেখতে পাই
যেমন করে সকালের এক বিন্দু শিশির
ঘাড় উঁচু করে স্বপ্ন দ্যাখে শীতের সূর্যকে,
যেমন করে বাতাসেরা এসে উঁকি দিয়ে যায়
বিশাল পাহাড়ের গায়,
যেমন করে রোদ এসে লুকোচুরি খেলে
সুদৃশ্য বেলগাছের সাথে,
কাঁচা-পাকা বেলগুলো মুর্হূতে যেমন
রোমাঞ্চকর হয়ে ওঠে,
তেমন করে তোমাকে দেখতে পাই।।
চোখ বুজলেই তোমাকে দেখতে পাই
কখনো তন্দ্রায়, কখনো আধো জাগরণে
কখনো অমাবস্যার রাতে অন্ধকারে
উদাস পথ চলতে চলতে
যদি থেমে যাই,
যদি কুয়াশা কাফন পরা অর্স্পশ আত্নাগুলো
এসে আমার চারপাশে ভিড় করে,
যদি তাদের অবজ্ঞা ভরে ছুঁড়ে ফেলা থুথু
আমার মাথার চুলগুলো ভিজিয়ে দেয়
ঠিক তখনই তোমাকে দেখতে পাই।।
চোখ বুজলেই তোমাকে দেখতে পাই....."
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment