৪/১২/২০০৮
মুখোমুখি
মুখোমুখি বসে আছি তুমি আর আমি
আমি আর তুমি,
মাঝখানে কাঁচের দেয়াল,
দেয়ালের কোল ঘেঁষে আঁধারের লুকোচুরি
আঁধারের কোল জুড়ে তুমি আর আমি
আমি আর তুমি,
মুখোমুখি আমরা দুজন।
হয়তো কখনো হবেনা বলা চুপিচুপি
ভালবাসার গল্প,
হাতে হাত রেখে শিহরিত হবো না
কখনো অল্প স্বল্প,
আমাদের অধর ছোঁবেনা অধরের পাঁপড়িগুলো,
বিকশিত হবেনা কখনো হৃদয়ের না বলা কথায়,
নিশ্বাসে শ্বাস মিশে হবেনা নতুন জন্ম,
কচিকচি মুখ ভাসবেনা জীবনের পাতায়।
তবু শুধু মুখোমুখি বসে ছুঁয়ে ছুঁয়ে থাকা, হৃদয়ে কাঁপন,
চুপচাপ বসে বসে মুখোমুখি চেয়ে থাকা, মনের দেয়ালে ভাঙ্গন,
কাঁচের এধারে বসে তুমি আর আমি, আমি আর তুমি চেয়ে থাকি চোখে চোখ রেখে,
হয়না কিছুই বলা দু’চোখে স্বপ্ন এঁকে আধাঁরের বুকে মিশে থেকে ।
তবু জানি তুমি আছো, আমি আছি
পাশাপাশি আমরা দুজন,
আঁধারের কোল জুড়ে, না বলা গল্প নিয়ে,
তুমি আর আমি, আমি আর তুমি,
মুখোমুখি আমরা দুজন।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment