একবার বলেছি তোমাকে
আহসান হাবীব
একবার বলেছি তোমাকে আমি ভালবাসি
একবার বলেছি তোমাকে আমি, তোমাকেই ভালবাসি।
বলো
এখন সে কথা আমি ফেরাবো কেমনে!
আমি একবার বলেছি তোমাকে...
এখন তোমাকে আমি ঘৃণা করি।
এখন তোমার
দৃষ্টির কবলে এলে ক্ষতস্থান জ্বলে জ্বলে ওঠে।
তোমার সান্নিধ্যে এলে তুমি উষ্ণ নাভিমূল থেকে
বাতাসে ছড়াও তীব্র সাপিণীর তরল নিশ্বাস। আমি
যতবার ছুটতে চাই, তোমার দৃষ্টির বাইরে যেতে চাই, তুমি
দু'চোখে কী ইন্দ্রজাল মেলে রাখো! আমি ছুটতেও পারিনা
আমি ফেরাতে পারিনা কথা
আমি একবার বলেছি তোমাকে.........
সম্রাজ্ঞীর বেশে আছো। নতজানু আমি
দাসানুদাসের ভঙ্গী করপুটে, দেখি
তোমার মুখের রেখা অবিচল, স্থির জঙ্খা তোলে না টন্কার
তুমি পবিত্রতা পবিত্রতা বলে
অস্পষ্ট চীৎকার করো, তুমি
কেবলি মালিন্য দেখো, অশ্লীলতা ক্রমান্বয়ে ঘৃণা
ক্রোধ বাড়ে, উত্তেজনা বাড়ে
নামে উষ্ণ জলস্রোত। তুমি
এই ভাবে প্রবল ঘৃণায়
আমাকে ভাসিয়ে দিয়ে অহন্কার রাখতে চাও অটুট। তবু
পৃথিবীতে আছে কিছু মানুষের অবস্থান, তারা
অপমানে ধন্য হয়
উপেক্ষায় ঋজু;
তারা স্বভাব-কাঙাল ; যদি
একবার বলে তবে ফেরাতে পারে না। আমি
ফেরাতে পারি না। আমি
একবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি।
ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা !
ভালোবাসা ; সে কেমন, কোন স্বর্গীয় প্রতাপ
যার মৃত্ব্য নেই
জন্মান্তর নেই?
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment