ব্যবচ্ছেদ
তুমি কি ভালবাসা ছুঁয়েছো বন্ধু
নাকি দূর সমুদ্রের এপার থেকে ছুঁয়েছো ভালবাসার দীর্ঘশ্বাস?
তুমি কি ভালবাসা দেখেছো বন্ধু
নাকি আকাশের ঠিকানা থেকে শুনেছো ভালবাসার কন্ঠস্বর?
তুমি কি ভালবাসা চেয়েছো বন্ধু
নাকি পথভোলা পথিকের মত পথের খোঁজে ছিলে?
তুমি কি ভালবাসা ভুলেছো বন্ধু
নাকি দূর দিগন্ত থেকে মিলেছো ধরণীর নীলে?
তুমি কি ভালবাসায় পড়েছো বন্ধু
নাকি পূজার ফুলের মত ভালবাসা ছড়িয়েছে তোমার পায়?
তুমি কি ভালবাসা বুঝেছো বন্ধু
নাকি মেতে ছিলে ভালবাসার জমিতে বীজ বপনের খেলায়?
ছোওনি, দ্যাখনি,চাওনি যদি তবে কেন শুধু ছুঁয়ে ছুঁয়ে থাকা
বুঝেও যদি বা না বুঝে থাকো তবে কেন শূন্যে বাসা বাঁধা?
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment