মাটিতো মা , মেয়ে নয় কেন?
মেয়েরাই তো মা হয়,
জন্ম দেয়, বড় করে.....
জননী জন্মভূমি, পৃথিবী নয় কেন?
পৃথিবীর বুকেই তো বেড়ে ওঠে
জন্মভূমি, জননীর মত...
আমি নারী, মানুষ নই কেন?
আমারো তো হাত আছে, চোখ আছে
আছে ভালবাসার অধিকার,
তবে আমি নির্যাতিত কেন?
আমি শিশু, বাবা নই কেন?
আমিই তো একদিন জন্ম দেবো
নতুন পৃথিবীর, তবে কেন এত বঞ্চনা?
চারিদিকে এত কেন,
সব জানি, তবু যেন
কিছুই জানি না
বিবেকের জানালা বন্ধ করে
নিশ্চিন্তে কাটিয়ে দেই
প্রতিটি প্রহর।"
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment