ছোট বোনটা একদিন বললো, আপু একটা কবিতা লিখে ফেলো।ব্যস, খাতা কলম নিয়ে দৌড়াদৌড়ি, কিছু্তেই কিছু হয়না। অবশেষে যা হলো, তাকে কি কবিতা বলে?
২৩/১/৯৭( সন্ধ্যা ৭টা ৩২মি.)
কবিতা
" কবিতা শুনবে, কবিতা?
রাতের কবিতা, দিনের কবিতা
ঝরে যাওয়া দিনের কবিতা,
কবিতা শুনবে,কবিতা?
কবিতা তোমার শূন্য পাতা
ভরে দেবো কথায় কথায়,
রাতের অন্ধকার থেকে রং চুরি করে
কাজল পরাবো তাতে,
আকাশের বুক থেকে নীল নিয়ে
রং মাখাবো,
সূর্যের বক্ষ বিদীর্ণ করে
আনবো লাল রং,
তারপর তোমায় ভরিয়ে দেবো
একরাশ সবুজের সমারোহে,
গড়ে তুলবো কবিতার স্তুপ,
তারপর......তারপর তোমায় শোনাবো।
কবিতা , কবিতা শুনবে?
নয়নে নয়ন রেখে,
হৃদয়ে হৃদয় মিশিয়ে,
আকাঙ্খার বাহুডোর ছিন্ন করে
কবিতা শুনবে তুমি,
কবিতার ভালবাসায় মুগ্ধ হবে তোমার মন,
আর কবিতা খুঁজে নেবে তোমায়,
এমনি করে রচিত হবে
কবিতার মাঝে কবিতা..........
কবিতা শুনবে, কবিতা?"
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment