"স্বরুপ"
বিধাতা বললেন,"যখন হিংস্র পশুগুলো
নিজের খাবার ভেবে
গ্রাস করে অসহায় মানুষের মুখ
তখন কোথায় থাকো?"
আমি হেসে বলি,মানুষের কাছে।।
বিধাতা আবারো বললেন,"যথন খবরের কাগজে
শিরোনাম হয়
ক্ষুর্ধাত বাঘের শিকার
মানুষের শিশু,
তখন কোথায় থাকো?"
আমি চকিত উত্তর দেই,মানুষের পাশে।।
বিধাতা বলেন," পশুদের হাতে ছিন্নভিন্ন লাশ দেখে
তোমাদের হৃদয় কেঁপে ওঠে,
নিষ্ঠুর বাঘের নির্মমতার কথা ভেবে
তোমাদের চোখ উথলে ওঠে,
যখন মানুষের হাতে খন্ডিত হয় মানুষের দেহ,
তখন কোথায় থাকো?
তখন কি তোমাদের সাহসী বুকগুলো কাঁপেনা?
ঘৃণায় উদ্বেলিত হয়না তোমাদের মন?
ভ্রুদুটো কুঁচকে ওঠেনা?
এ কেমন নির্মমতা?"
আমি দিশেহারা হয়ে ভাবি, কোথায় আমি
তবে কি আমরা আজ জানোয়ার,
মানুষ নই?
পশুবৃত্তির কাছে হেরেছে আমাদের মানবিকতা?
তবে কি আমরা ক্ষুর্ধাত বাঘ?
লালসার উদর র্পূণ করতে
খেয়ে ফেলি নিজেদের সন্তান?
আমিও কি তাদের দলে?
লোভের খাবার খেয়ে খেয়ে
আমরা দিনে দিনে পরিণত হয়েছি
একেকটা ষাঁড়ে,
যে শিংয়ের দাম লক্ষ কোটি টাকা,
শুধু গুঁতোবার অপেক্ষা,
প্রতিদিন শানিয়ে নেই লালসার তেলে
যাতে আরো ভাল করে বধ করতে পারি নিজেদের আত্নজ,
অদৃশ্য শিংগুলো আক্রমণের প্রস্তুতি নিয়ে অধীর অপেক্ষায় থাকে,
লোভের তেলের দাম বেড়ে বেড়ে আকাশ ছোঁয়,
পরিবার পরিজন সব ভাসতে থাকে তেলের সাগরে........
এলোমেলো ভাবতে ভাবতে আবার ফিরে আসি
বিধাতার কাছে,
এই তো আমি,
কিন্তু হে বিধাতা, কোথায় তুমি?
যথন রাজ পথে ভূলুন্ঠিত হয়
তোমারই সৃষ্টি, তখন কোথায় থাকো?
যখন যৌতুকের দায়ে ছমিরণ, করিমন আত্নাহুতি দেয়
তখন কোথায় থাকো?
অবুঝ শিশুরা ভোগের শিকার হয়
খোলা আকাশের নীচে,
তখন কোথায় থাকো?
যথন কাশ্মীর,ফিলিস্তিনের আকাশ লাল হয়ে ওঠে
শিশুদের তাজা রক্তে
তখন কোথায় থাকো?
বিধাতা হেসে বলেন," সে খবর তো তোমরাই ভাল জানো,
তোমাদের প্রতিটি দেহের ঘরে বাস করে একেকজন
ঈশ্বর. আর তোমরাই
নির্বাচন করো তোমাদের বিধান,
ভালো-মন্দ সব মিলিয়েই তো আমার সৃষ্টি,
খোঁজাখুঁজি, ভোটাভুটি তোমাদের পাতে,
তাই তোমাদেরই ঠিক করতে হবে পরবর্তী করণীয়।।
বিধাতা বললেন,"যখন হিংস্র পশুগুলো
নিজের খাবার ভেবে
গ্রাস করে অসহায় মানুষের মুখ
তখন কোথায় থাকো?"
আমি হেসে বলি,মানুষের কাছে।।
বিধাতা আবারো বললেন,"যথন খবরের কাগজে
শিরোনাম হয়
ক্ষুর্ধাত বাঘের শিকার
মানুষের শিশু,
তখন কোথায় থাকো?"
আমি চকিত উত্তর দেই,মানুষের পাশে।।
বিধাতা বলেন," পশুদের হাতে ছিন্নভিন্ন লাশ দেখে
তোমাদের হৃদয় কেঁপে ওঠে,
নিষ্ঠুর বাঘের নির্মমতার কথা ভেবে
তোমাদের চোখ উথলে ওঠে,
যখন মানুষের হাতে খন্ডিত হয় মানুষের দেহ,
তখন কোথায় থাকো?
তখন কি তোমাদের সাহসী বুকগুলো কাঁপেনা?
ঘৃণায় উদ্বেলিত হয়না তোমাদের মন?
ভ্রুদুটো কুঁচকে ওঠেনা?
এ কেমন নির্মমতা?"
আমি দিশেহারা হয়ে ভাবি, কোথায় আমি
তবে কি আমরা আজ জানোয়ার,
মানুষ নই?
পশুবৃত্তির কাছে হেরেছে আমাদের মানবিকতা?
তবে কি আমরা ক্ষুর্ধাত বাঘ?
লালসার উদর র্পূণ করতে
খেয়ে ফেলি নিজেদের সন্তান?
আমিও কি তাদের দলে?
লোভের খাবার খেয়ে খেয়ে
আমরা দিনে দিনে পরিণত হয়েছি
একেকটা ষাঁড়ে,
যে শিংয়ের দাম লক্ষ কোটি টাকা,
শুধু গুঁতোবার অপেক্ষা,
প্রতিদিন শানিয়ে নেই লালসার তেলে
যাতে আরো ভাল করে বধ করতে পারি নিজেদের আত্নজ,
অদৃশ্য শিংগুলো আক্রমণের প্রস্তুতি নিয়ে অধীর অপেক্ষায় থাকে,
লোভের তেলের দাম বেড়ে বেড়ে আকাশ ছোঁয়,
পরিবার পরিজন সব ভাসতে থাকে তেলের সাগরে........
এলোমেলো ভাবতে ভাবতে আবার ফিরে আসি
বিধাতার কাছে,
এই তো আমি,
কিন্তু হে বিধাতা, কোথায় তুমি?
যথন রাজ পথে ভূলুন্ঠিত হয়
তোমারই সৃষ্টি, তখন কোথায় থাকো?
যখন যৌতুকের দায়ে ছমিরণ, করিমন আত্নাহুতি দেয়
তখন কোথায় থাকো?
অবুঝ শিশুরা ভোগের শিকার হয়
খোলা আকাশের নীচে,
তখন কোথায় থাকো?
যথন কাশ্মীর,ফিলিস্তিনের আকাশ লাল হয়ে ওঠে
শিশুদের তাজা রক্তে
তখন কোথায় থাকো?
বিধাতা হেসে বলেন," সে খবর তো তোমরাই ভাল জানো,
তোমাদের প্রতিটি দেহের ঘরে বাস করে একেকজন
ঈশ্বর. আর তোমরাই
নির্বাচন করো তোমাদের বিধান,
ভালো-মন্দ সব মিলিয়েই তো আমার সৃষ্টি,
খোঁজাখুঁজি, ভোটাভুটি তোমাদের পাতে,
তাই তোমাদেরই ঠিক করতে হবে পরবর্তী করণীয়।।
1 comments:
মানুষের নির্মমতা আমাকে বেশ নাড়া দেয়। আমরা মানুষেরা জংলী পশুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে কতশত আয়োজন করি।অথচ নিজেরাই পশুর মত ধ্বংস করি কত জীবন, ভুলেও দেখিনা। চোখ বুঁজে থাকি। আমার অলস মস্তিষ্ক মাঝে মাঝে ভাবার চেষ্টা করে, কিছু করতে না পারার কষ্টগুলো বুকের ভেতরটা'কে খুবলে খুবলে ছিঁড়ে ফেলে। সে রক্তের ইতিহাসেও কি আবেগের বাড়াবাড়ি?আমি অনেকবার ভেবেছি, উত্তর পাইনি।
Post a Comment