Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

প্রেসক্রিপশন


মা গো শুনছো তুমি ? আমি তোমার খোকা।

ভাবছো বুঝি ভুল শুনেছো , এতই কি আর সোজা !

খোকা আমি , তোমার খোকা, আসছি তোমার কোলে

রাত ছাড়িয়ে দুই প্রহরে ভাসবো বুকের জলে।

কুয়োর পাড়ে যেওনা কো তুলতে স্নানের জল

পেটটাতে ঠিক চালান দিয়ো রঙিন যত ফল।

আরো খেয়ো শাক-সবজী, মাছ-মাংস, ডিম

মুখের হাসি চাই ই চাই, হয়না যেন মলিন।

নিয়মিত চেক আপ করো হয়না যেন ভুল,

টিকাগুলো না নাও যদি সব হবে ভন্ডুল।

ভারী জিনিস তুলবে না মা, থাকবে নাকো বসে,

ছোট ছোট ব্যস্ততায় সময় কাটাও শেষে।

নিয়ম মেনে ঠিক মত সব করো যদি কাজ.

তবেই আমি আসবো জেনো কাল অথবা আজ।

হাত-পা ছেড়ে খেলবো আমি তোমার আচঁল ছুয়েঁ

এই যা আসল কথাই বলতে গেছি ভুলে,

প্রশিক্ষিত দাই-মা আর রক্ত রেডি চাই,

লক্ষী ঘরটায় পয়সাগুলোয় একটু দিও ঠাঁই।

ওমা তুমি আস্তে চলো, নয়তো বিপদ হবে

কাদায়-জলে পড়লে মাগো তখন কি হবে?


( মাঝে মাঝে আমার মনে হয় আমাদের মেয়েদের অবনতির জন্য , নির্যাতনের জন্য পুরুষের পাশাপাশি আমরাও সমান ভাবে দায়ী। কাল একটা ঘটনা শুনলাম। প্রসব ব্যাথা শুরু হয়েছে চারদিন আগে। হাসপাতালে তো নেয়নি উল্টো প্রসবের পর ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। ফলস্রুতিতে জীবন থেকে অকালে ছুটি নিতে এতটুকুও দেরী হয়নি। পৃথিবীতে জন্ম হলো আরেকটা মাতৃহীন শিশুর। এ অপরাধের দায়ভার কে নেবে ?


কবি হবার জন্য কবিতা লেখা নয়, মাথার মধ্যে যে কথারা ঘোরাফেরা করে তারা ঠিকমত ঘুমাতে দেয়না বলেই ঝেড়ে ফেলা। এর বেশি কিছু নয়। অতএব কারো চোখে যদি আচমকা পড়েই যায় নাক সিঁটকাবেন না। এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্লগ)

5 comments:

Md. Khalid Umar September 16, 2009 at 5:40 PM  

নাক সিটকানোর মত লেখাত হয়নি, কি করে নাক সিটকাই? এতো অভিমান কার উপরে আপু?

আকাশে যখন ছড়িয়েই দিয়েছ এখন আর একান্ত নিজের বলার উপায় আছে? যদি বলি আমারো, পারবে ফিড়িয়ে দিতে?

আবার আসিব ফিরে
নাক সিটকানো বোনটির তরে।

yasmin September 28, 2009 at 2:27 AM  

কারো প্রতি কোন অভিযোগ নেই। তবে কিছু কিছু মানুষ আছে যারা কোন প্রয়োজন ছাড়াই অপরের দোষ খুঁজে বেড়ায়। তাদের প্রতি ..............

সব সময়ই আমন্ত্রিত । ধন্যবাদ।

Arafath Shahrior October 10, 2009 at 11:30 PM  
This comment has been removed by the author.
Arafath Shahrior October 10, 2009 at 11:35 PM  

What can be done, it has caught my eyes. How can I despise to what is rather admirable. I have to praise for creating such a blog. Though it is a personal blog but I bet like us there are others who are getting poems from here and can read when the books are not available here at offices.

sorry for witting in English. I know how to write Bangla but I only know it by Bijoy which can't be used here but Unijoy... THanks anyway.

yasmin October 13, 2009 at 9:35 AM  

Thanks Shahrior :)

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List