Small journey

ছোট ছোট ঢেউ জুড়েই সুনামীর সৃষ্টি হয়

দু:খকে স্বীকার করো না

দু:খকে স্বীকার করো না, সর্বনাশ হয়ে যাবে।
দু:খ করো না , বাঁচো, প্রাণ ভরে বাঁচো।
বাঁচার আনন্দে বাঁচো। বাঁচো , বাঁচো এবং বাঁচো।

জানি মাঝে মাঝেই তোমার দিকে হাত বাড়ায় দু:খ
তার কালো লোমশ হাত প্রায়শই তোমার বুক ভেদ করে
চলে যেতে চায়, তা যাক, তোমার বক্ষ যদি দু:খের
নখরাঘাতে ছিন্নভিন্ন হয়, যদি গল গল করে রক্ত ঝরে
তবু সেই দু:খের হাতকে প্রশয় দিও না।
তার সাথে করমর্দন করোনা, তাকে প্রত্যাখান করো।

অনুশোচনা হচ্ছে পাপ দু:খের নিপূণ ছদ্মবেশ
তোমাকে বাঁচাতে পারে আনন্দ । তুমি তার হাত ধরো,
তার হাত ঘরে নাচো, গাও, বাঁচো, স্ফুর্তি করো।
দু:খকে স্বীকার করোনা, মরে যাবে।
যদি মরতেই হয় আনন্দের হাত ধরে মরো। সেই ভালো,
বলো দু:খ নয়, আনন্দের মধ্যে আমার জন্ম,
আনন্দের মধ্যেই আমার মৃত্ব্যু, আমার অবসান।


নির্মলেন্দু গুণ

0 comments:

Me

Me

About this blog

Hello

This is Fahmida. You may imagine me as a five feet white ball. Completed MBA in Management . ভাললাগে গ্রাফিক্সের টুকিটাকি। শখ ছিল ফটোগ্রাফার হবো কিংবা সাংবাদিক। হইনি কিছুই। পেশায় ব্যাংকার। জন্ম উত্তর বঙ্গে। বসবাস দক্ষিণে। মাঝে মাঝে এক আধটু প্যাঁচাই। যদিও আমার লেখালেখির হাতেখড়ি আপ্র (http://forum.amaderprojukti.com/memberlist.php?mode=viewprofile&u=1094) থেকে তারপরও মাঝে মাঝে প্রথম আলো ব্লগেও মাঝেমাঝে ঢুঁ মারি। নিক আঁধার http://prothom-aloblog.com/users/base/adhar/p1 । আজকাল সচলদের অতিথি হতে ভাল লাগে। নিক অমাবস্যা। ইদানীং টিউরোটিয়াল বিডি'তে লেখার চেষ্টা করছি। গান শোনা, কবিতা পড়তে ভালবাসি। ভালবাসি ব্লাক কফি আর সিলেটের চা-পাতা । এক কথায় Im busy for nothing :)


লাইসেন্স:Licence
by-nc-nd (Creative Commons)

My Blog List