কে তুমি?
"কে তুমি চেয়ে আছো আমার দিকে
এমন বিষন্ন ভরা দৃষ্টি নিয়ে?
ক্লান্ত ঐ চাহনীতে আছে শুধু ব্যথা,
কিছু গান, কিছু কথা ,কিছু ব্যাকুলতা।
হৃদয়ের বন্ধ দুয়ারে আঘাত হানতে চাও বার বার,
কে তুমি?তাকাতে চাও আমার দিকে কৌতুহলী বার বার।
ক্লান্ত দুটি হাত, থেকে থেকে শুধু করে
করাঘাত,
মাঝে মাঝে শুধু চেয়ে চেয়ে দ্যাখে
করে নাকো প্রতিবাদ।
আশন্কা আর অবিশ্বাসে বন্ধ হৃদয় পাট,
কে তুমি, দ্বন্দহীন, শঙ্কাহীন, করতে চাও আঘাত?"
১৬/১১/৯৬...
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment