পবিত্র কোরআন শরীফের ১১৪টি সূরার মধ্যে সূরা তওবা বাদে অন্য বাকি ১১৩টি সূরা শুরু করা হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে যার অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এছাড়া হাদীস থেকে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (স) প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রাহমানির রাহীম বলে শুরু করতেন।
বিসমিল্লাহ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত। প্রথমত: "বা " বর্ণ দ্বিতীয়ত: ইসম ও তৃতীয়ত: আল্লাহ। আরবী ভাষায় "বা "বর্ণটি অনেক অর্থে ব্যবহৃত হয়। তন্মধ্যে তিনটি এ ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং তিনটির যে কোন একটি এ ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। এক, সংযোজন অর্থ্যাৎ এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানো বা সংযোগ ঘটানো অর্থে । দুই ,এস্তেয়ানাত অর্থ্যাৎ কোন বন্তুর সাহায্য নেয়া । তিন, কোন বস্তু থেকে বরকত হাসিল করা।
ইসম শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। ইসম নামকে বলা হয়। আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্তর ও তাঁর যাবতীয় গুনাবলীর সম্মিলিত রুপ।এ নামটি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য নয়। কেননা আল্লাহ এক, তাঁর শরীক নেই। আল্লাহ এমন এক সত্ত্বার নাম যে সত্ত্বা পালনর্কতার সমস্ত গুনাবলীর এক অসাধারণ প্রকাশবাচক। তিনি অদ্বিতীয় ও নজীরবিহীন । এজন্য বিসমিল্লাহ শব্দের মধ্যে "বা" এর তিনটি অর্থের সামঞ্জস্য হচ্ছে , আল্লাহর নামের সাথে, তাঁর নামের সাহায্যে এবং তাঁর নামের বরকতে।
সূত্র : মাআরেফুল কোরআন
বিসমিল্লাহ বাক্যটি তিনটি শব্দ দ্বারা গঠিত। প্রথমত: "বা " বর্ণ দ্বিতীয়ত: ইসম ও তৃতীয়ত: আল্লাহ। আরবী ভাষায় "বা "বর্ণটি অনেক অর্থে ব্যবহৃত হয়। তন্মধ্যে তিনটি এ ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং তিনটির যে কোন একটি এ ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। এক, সংযোজন অর্থ্যাৎ এক বস্তুকে অপর বস্তুর সাথে মিলানো বা সংযোগ ঘটানো অর্থে । দুই ,এস্তেয়ানাত অর্থ্যাৎ কোন বন্তুর সাহায্য নেয়া । তিন, কোন বস্তু থেকে বরকত হাসিল করা।
ইসম শব্দের ব্যাখ্যা অত্যন্ত ব্যাপক। ইসম নামকে বলা হয়। আল্লাহ শব্দটি সৃষ্টিকর্তার নামসমূহের মধ্যে সবচেয়ে মহত্তর ও তাঁর যাবতীয় গুনাবলীর সম্মিলিত রুপ।এ নামটি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য নয়। কেননা আল্লাহ এক, তাঁর শরীক নেই। আল্লাহ এমন এক সত্ত্বার নাম যে সত্ত্বা পালনর্কতার সমস্ত গুনাবলীর এক অসাধারণ প্রকাশবাচক। তিনি অদ্বিতীয় ও নজীরবিহীন । এজন্য বিসমিল্লাহ শব্দের মধ্যে "বা" এর তিনটি অর্থের সামঞ্জস্য হচ্ছে , আল্লাহর নামের সাথে, তাঁর নামের সাহায্যে এবং তাঁর নামের বরকতে।
সূত্র : মাআরেফুল কোরআন
0 comments:
Post a Comment