পথভ্রষ্ট
"আমাকে এক টুকরো কাফন দাও
আর দাও নি:শব্দে জেগে থাকা দুটি চোখ,
আমি তোমাদের একবুক ভালবাসা দেবো।
আমাকে একটি মর্গের পচা লাশ দাও
আর দাও কিছু জাগ্রত স্মৃতি
আমি তোমাদের একটি সুন্দর হৃদয় দেবো।
আমাকে একরাশ কষ্ট দাও, দাও কিছু চাপা কান্না
আমি তোমাদের নতুন জীবন দেবো।
আমাকে শ্রমজীবি মানুষের কিছু হাড় দাও,
দাও কিছু অস্থি-চর্মসার মানুষ,
আমি তোমাদের স্বাধীনতা দেবো।
আমাকে কিছু তাজা প্রাণ দাও
আর কিছু লাল রক্ত,
যে রক্ত কখনো শুকায় না, বার বার জেগে ওঠে
আমি তোমাদের নতুর ঘর বাঁধার স্বপ্ন দেখাবো।
হে মুক্ত পিয়াসী মানুষেরা!
তোমরা যে পথভ্রষ্ট, একবার পেছন ফিরে দ্যাখো
দেখবে সেখানে ঘুমিয়ে আছে সাফল্য নামের
ছোট্ট এক পাখি,
যে শুধু তোমাদের পিছন ফেরার অপেক্ষায় আছে,
শুধু একবার,শুধু একবার বলো
আনন্দ নয়, কষ্টই আমার জীবন,
মৃত্ব্যুই আমার স্বাধীনতা,
বুক থেকে ঝরে পড়া লাল রক্তই আমার
শীতল পানীয় ধারা,
শুধু একবার বলো, শুধু একবার...
দেখবে
সাফল্যের আলোকছটা পৌছেঁ গেছে ধরণীর
প্রতিটি কোণায়।।
আর দাও নি:শব্দে জেগে থাকা দুটি চোখ,
আমি তোমাদের একবুক ভালবাসা দেবো।
আমাকে একটি মর্গের পচা লাশ দাও
আর দাও কিছু জাগ্রত স্মৃতি
আমি তোমাদের একটি সুন্দর হৃদয় দেবো।
আমাকে একরাশ কষ্ট দাও, দাও কিছু চাপা কান্না
আমি তোমাদের নতুন জীবন দেবো।
আমাকে শ্রমজীবি মানুষের কিছু হাড় দাও,
দাও কিছু অস্থি-চর্মসার মানুষ,
আমি তোমাদের স্বাধীনতা দেবো।
আমাকে কিছু তাজা প্রাণ দাও
আর কিছু লাল রক্ত,
যে রক্ত কখনো শুকায় না, বার বার জেগে ওঠে
আমি তোমাদের নতুর ঘর বাঁধার স্বপ্ন দেখাবো।
হে মুক্ত পিয়াসী মানুষেরা!
তোমরা যে পথভ্রষ্ট, একবার পেছন ফিরে দ্যাখো
দেখবে সেখানে ঘুমিয়ে আছে সাফল্য নামের
ছোট্ট এক পাখি,
যে শুধু তোমাদের পিছন ফেরার অপেক্ষায় আছে,
শুধু একবার,শুধু একবার বলো
আনন্দ নয়, কষ্টই আমার জীবন,
মৃত্ব্যুই আমার স্বাধীনতা,
বুক থেকে ঝরে পড়া লাল রক্তই আমার
শীতল পানীয় ধারা,
শুধু একবার বলো, শুধু একবার...
দেখবে
সাফল্যের আলোকছটা পৌছেঁ গেছে ধরণীর
প্রতিটি কোণায়।।
(১৯/৪/৯৮)
0 comments:
Post a Comment