নি:সঙ্গতা
"কাটেনা সময়
তাই বসে আছি একা
সঙ্গিনী আজ শুধু নীরবতা।
মাথার উপরে ছাদ নেই কোন
আছে শুধু নীলাকাশ।
প্রিয়ার বদলে তরুলতা তাই
সঙ্গী হয়েছে আজ।
বাতাসে ছোঁয়া ঘাসের পরশ
নেচে নেচে ওঠে বলি,
একেলা এই উদাস দুপুর
কাটে না বলো কি করি?
তোমার ছোঁয়া নেই আজ মোর
তবুতো সময় যায়,
ভালবাসো বা নাই বা বাসো
তবুও বাসিতে চাই।
হিয়া চাইনা, অশ্রু চাইনা
চাই শুধু তোমায়,
চাই শুধু একটু সময়
তোমায় ভালবাসিবার।।"
১৮/১২/৯৬
শেষটা বড্ড এলোমেলো। কৈশরের সবকিছুই বোধহয় অগোছালো থাকে।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment