গন্তব্যে যেতে তোমরা পারবেনা , আমি পারবো ।
তোমরা পারবেনা সামুদ্রিক হাওয়ায় গাংচিল হয়ে
ভেসে যেতে নক্ষত্রের দেশে,
অরন্যরাজির কালো অন্ধকার মাড়িয়ে যেতে পারবেনা,
পারবেনা পায়ে পায়ে পেরিয়ে যেতে শস্যক্ষেত,
ক্ষেতের আল,
আলের পাশে লুকিয়ে থাকা
সবুজ ঘাসের বর্নিল ফুল,
তোমরা পারবেনা , আমি পারবো।
আমি চাঁদের টুকরো নিয়ে মুঠোতে রাখতে পারি সারারাত,
চোখের পাতায় এনে রাখতে পারি রাতের শিশির
বুকের পেয়ালা ভরে ভালবাসা রাখতে পারি আকন্ঠ তৃষ্ণায়,
বাতাসের দেয়ালে আঁকতে পারি রমণীর মুখ
তোমরা পারবেনা।
আমি পারবো ঠিকানাবিহীন গন্তব্যে যেতে একশ'বার,
বুক পকেটে জ্যোৎস্নার হিরন্ময় সৌন্দর্য নিয়ে যেতে পারবো অনন্তের পথে,
বৃষ্টির ফোঁটা এসে দেখিয়ে দেবে পথ,
বাঁশির সুর আমাকে নিয়ে যাবে টেনে টেনে,
তুমি পারবে যেতে? জানি পারবে না।
আমি পারবো যেতে ।
জীবনানন্দ দাশ
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment