২৬শে জানুয়ারী , ২০০৯
ঘুম ভাঙ্গানোর গান
কইরে তোরা বাংলা মায়ের দামাল ছেলে,
আয় না ফিরে,
সবুজ বুকে বান ডেকেছে,
রাত জেগেছে, ভোর হয়েছে,
নবীন বুকে চর জেগেছে,
বালুচরের বাঁধ ভেঙ্গেছে,
দ্যাখ না ফিরে , রাখ না দূরে
নিয়মনীতির শিকলগুলো
দূরের কোন কাজল গাঁয়ে।
পরিবর্তনের লাঙ্গল কাঁধে আয় না ছুটে
নির্বাচনের কৃষিক্ষেতে,
শক্ত হাতে ধ্বস নামা আজ
বাংলা মায়ের মঙ্গা বুকে,
আয় ছুটে যাই লাগিয়ে বুকে
বাংলা মায়ের লাল পতাকা,
সবুজ গুলো রাখ না দূরে ,
এক্ষুণি ছাই পুড়বে মরে
আমার মায়ের নীল শাড়িটা,
কইরে তোরা বন্ধু আমার, একটা কিছু কর এখনি,
বর্গীরা সব আজ লুটেছে
সবুজ মায়ের কোমল বুকের পরিবর্তনের পত্রখানি,
হয়তো পুড়ে ছাই হবে তোর
কৃষক বাবার সোনার জমিন,
হয়তো পচে মরবে রে তোর
ক্যারিয়ারের স্বপ্ন রঙীন,
ভয় কি রে ভাই, লড়তে হবে, এখন সময়
বীজবুনি চল বন্ধ্যা ক্ষেতে,
শাবল দিয়ে ভীত কাটি চল
দূর্নীতির ঐ কালো পেটে,
আয় না তোরা , আয় ছুটে আয়
কই গেলি সব, সময় ডাকে,
ভয় কি রে তোর বুকে আছে পরিবর্তনের দীপ্ত শিখা,
বাঁধ ভেঙ্গে আজ আননা ডেকে
বাংলা মায়ের সবুজ ক্ষেতে
পরিবর্তনের বলয় শিখা,
হয়তো ফসল উঠবে না তোর কাঁচা হাতের গোলা ঘরে,
ভয় কি তাতে, ভীত টা নাড়া বাংলামায়ের সবুজ পটে।।
0 comments:
Post a Comment