বিবর্ণ প্রজাপতি পাখা মেলে উড়ে যায়
মনের নদী শুকিয়ে জেগে ওঠে বালুচর
রংধনু এক রংয়ে মিশে যায় আকাশের বুকে
নোনা জল আরো নোনা করে
ঝিনুকেরা সাগরে লুকায়।
শেওলার জল, মাছেদের বাসা ভেঙে
পায়ে পায়ে বড় হয় ইট, কাঠ, বালু
ঘাসের চাদরে শুয়ে থাকে মাছেদের শরীর,
আহত ভালবাসা মেঠো পথ ধরে
বাসা বাঁধে সিলিংয়ের কোণায়,
ঘুম ভেঙ্গে চেয়ে দেখি
কংক্রীটের দেয়ালে হেলান দিয়ে
বুক পকেটে ভালবাসা ঘুমায়।
0 comments:
Post a Comment