বদলের মাঝে বলদ হয়ো না
এ দেবো তা দেবো অনেক বলেছো
অনেক দেখেছি দেবার বহর,
এবার শোন নতুন খবর.......
অস্ত্র নাকি অস্ত্র ডেকে আনে,
আমাদেরও অস্ত্র আছে,
পরির্বতনের অস্ত্র,সচেতনতার অস্ত্র,
না হয় তোমাদের অস্ত্র বারুদের খোলসে জড়ানো
আমাদের অস্ত্রে আছে ঘৃণা আর পরিবর্তনের ঝনঝনানি,
তোমাদের ঘুনে ধরা হাড়ে আছে
ক্ষমতার শেকড় বিছানো,
আমাদের হাড়ে আছে পরিবর্তনের জোয়ার,
সময়ের স্রোতে তোমাদের দেহ ঘরে বাসা বাঁধছে
বার্ধক্য নামের উঁইপোকা,
আমরা এখন জ্বলন্ত উনুন,
যখন তোমরা ঘুনে ধরা টেবিলের মত ছিটকে পড়বে সাজানো ঘরের বাগান থেকে
তখন আমরাই হবো ভিসুভিয়াস, ফুজিয়ামা,
আজ তোমরা পোড়াচ্ছো আমাদের সবুজ পৃথিবী,
সেদিন আমরা পোড়াবো তোমাদের শোষণের দেয়াল,
আজ পুড়ছে আমাদের অস্তিত্বের দলিল,
সেদিন তোমরা পুড়বে আমাদের পরির্বতনের আগুনে,
না হয় আরেকটা '৭১ লাগবে,
কিংবা আরেকটা '৫২ অথবা '৬৯,
লাগুকনা, আমাদের পরির্বতনের জোয়ারে তোমাদের বুকে ধ্বস নামাতেই হবে,
আমরা বদলের মাঝে বলদ নই,
প্রয়োজনে আবারো আমাদের বুকের রক্তে ভাসবে
সবুজ বাংলাদেশ,
একদিন তোমাদের আমরা টেনে নামাবোই ...
0 comments:
Post a Comment