হাজার বছর শুধু খেলা করে অন্ধকার জোনাকির মতো
চারিদিকে চিরদিন রাত্রির নিধান;
বালির উপরে জ্যোৎস্না-দেবদারু ছায়া ইতস্তত
বিচূর্ণ থামের মতো ; দ্বারকাক দাঁড়ায়ে রয়েছে মৃত ম্লান।
শরীরে ঘুমের ঘ্রান আমাদের - ঘুচে গেছে জীবনের সব
লেনদেন;
মনে আছে ? শুধাল সে- শুধালাম আমি শুধু বনলতা সেন ?
জীবনানন্দ দাশ
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment