গন্তব্যে
"যেতে জানি থেমে যেতে হবে একদিন
সাথে করে সাথী কোন এক অজানারে,
দ্বারে দ্বারে খুঁজে ফিরি সেই অচেনারে
নিয়ে যাবে যে আমার করে আয়ুহীন।।
নামহীন ফুল আমি ফুটেছিলাম হয়ে আগাছা
দলিত করেছে মোরে সবে,
নেয়নি টেনে কেউ কভু কাছে
রাখেনি হাত দুটি নিয়ে বুক ভরা ভালবাসা।।
পেয়েছি অবহেলা তবু চাইনি প্রতিদান
দিতে দিতে হয়ে গেছি নি:শেষ,
জীবন সায়ান্হে এসে করি গন্ডুষ ভরে পান
ঘৃণা আর অপমানের জ্বালা নি:শেষ।।"
(৩/১/৯৮)
অনেকটা দিন কষ্টগুলো বড্ড বেশি ভারী মনে হতো। মৃত্ব্যুর চিন্তাটাকে এত সুখের কেন মনে হতো কে জানে।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment