কিছু কথা
কিছু কথা, কিছু ব্যথা জমে
আছে মনে,
তাই লিখতে বসেছি।
কিছু আশা, কিছু ভাষা
গাঁথে মালা মনে,
তাই বলতে এসেছি।
কিছু দিন , কিছু ক্ষণ
ছিল অবসরে,
তাই জানাতে চেয়েছি।
কিছু রাত, কিছু স্মৃতি
আশা যুগিয়েছে,
তাই বলতে গিয়েছি।
কিছু ছবি, কিছু চাওয়া
হয়েছে পূরণ,
তাই হৃদয়ে একেঁছি।
এখন আমার বুকে অখন্ড অবসর,
তাই নি:সঙ্গ কাটছে এই নিস্তব্ধ প্রহর।।
২৬/১২/৯৬
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment