যদি হতে না-ই পারো বড় পাইন,
উপত্যকায় হও ছোট গাছ।
তা-ও যদি নাও পারো তো হয়ে যাও
সবুজ নরম এক ঝোঁপঝাড়।
মন্দ কি যদি হও দূর্বা
বৃক্ষের থেকে কত দূর বা।
তুমি তো তুমিই আছো তোমাতেই
লজ্জা কি, সাহস তো দূর্বার।
নাইবা ফুটলে হয়ে পদ্ম
না-হয় ফুটলে বনফুলটি
কি লাভ সজ্জা ধরে ছদ্ম
প্রকৃতির কানে দোলো দুলটি।
সবাই গায়ক যদি হতে চাও
নীরব শ্রোতাটি হবে কে তবে
সেই ভালো, যার যার তার মতো হয়ে যাও
সেই হওয়াতে ব্যথা নেই জানবে।
বড় বেশি বড়ো হতে যদি লাজ
হয়ে যেয়ো ছোট এক সলতে,
সূর্যের খরতাপ নাই হও
তারার মতন শিখো জ্বলতে।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment