অত:পর যখন সে এলো
মনে হলো একশ দুশো সূর্য ওঠা শেষে
ছিন্ন ভিন্ন একশত শ্বেত পাঁপড়ি
ডানা মেলে উড়ে গেছে।
একটিও নয় , দুইটিও নয়
একশত সূর্যোদয়, একশত রাত্রি জাগা
সহস্র গোলাপের মরে যাওয়া
সহস্র নীলকন্ঠ পাখির না গাওয়া গানের কলি
ফাগুনের বাতাসে ভেসে মিশে গেছে
অত:পর যখন সে এলো
চাঁদগুলো ডুবে গেল,
ফুলগুলো ভুল হলো, মনপাখি উড়ে গেল
একশদুশো সূর্যের রাত্রিবাস শেষে
অপেক্ষার ক্লান্ত শরীরে শ্বাস ছুয়েঁ বুঝলাম
ক্ষুর্ধাতের গ্রাসের মূল্য অপরিসীম।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment