ভালবাসা ভালবাসা বলে আমি গেলুম এগিয়ে
তাকে কোথাও দেখিনা।
আমি যতই সামনের দিকে চলে যাই
একে একে সব
সঙ্গীরা হারিয়ে যায় একা পড়ে থাকি।
দক্ষিণে প্রাসাদ থাকে উত্তরে বাগিচা
জলসাগর নুপুরে উদ্দাম
তার সামনে নীল জলরেখা
তাকে বায়ে রেখে
তোরন পেরিয়ে গেলে বিধ্বস্ত খামার।মরা
ফুলের মলিন রেণু
এই সব পার হয় গেলে
আরো সামনে কিছুই থাকেনা।
প্রাসাদ , জলসাগর, সরোবর এইসব ছেড়ে
বিধ্বস্ত খামার আর মলিন ফুলের রেনু
পার হয়ে আমিও একজন গিলগামেশ। আমি
অমরতা অমরতা বলে
হন্তারক সাপের কবলে যাই,
তারো আগে বিশাল বনানী
কাপিঁয়ে বেরিয়ে আসে ধূসর প্রান্তরে
একটা ঘোড়া, জোয়ান অথচ তার একপা নেই, তবু
প্রবল বিক্রমে যায় ছুটে যায়
যেতে যেতে বলে
ফিরে যাও, ফেরার পথেই
ভালোবাসা অপেক্ষায় আছে।
আহসান হাবীব, শ্রেষ্ঠ কবিতা থেকে।
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment