আমার দিনগুলো
Tuesday, November 25, 2008 at 3:46amপ্রতিদিনের সকালটা শুরু হয় কুয়াশা কাফন পরে।কুয়াশার ঘন চাদরে বুকটাকে ঢেকে অস্পষ্টতার মাঝে হারিয়ে যাই।কাকেদের ধূসর কালো ঠোঁটে, মেঘেদের ঈষৎ গোলাপী গালে কুয়াশার দীর্ঘশ্বাস মাখতে মাখতে সূর্য ওঠা দেখি।আজ আমার মন ভাল নেই।কালও ছিলনা, এমনকি পরশুও অথবা তারও কিছুদিন আগে।
আজকাল কোন কিছু নিয়ে আর ভাবতে ইচ্ছে হয়না। তবুও ভাবনাগুলো থেকে থেকে মাথার নিকষকালো সিঁড়িগুলোতে পদাঘাত করে।ছোট্ট একটুকরো টিস্যু নিয়ে মাথার ভেতরে পরম যত্নে হাত ছোঁয়াই........এখন শীতের দিন।শুষ্কতা, রুক্ষতা, পাতা ঝরানোর দিন, মেঘ ভরানোর দিন।
আজকাল কোন কিছু নিয়ে আর ভাবতে ইচ্ছে হয়না। তবুও ভাবনাগুলো থেকে থেকে মাথার নিকষকালো সিঁড়িগুলোতে পদাঘাত করে।ছোট্ট একটুকরো টিস্যু নিয়ে মাথার ভেতরে পরম যত্নে হাত ছোঁয়াই........এখন শীতের দিন।শুষ্কতা, রুক্ষতা, পাতা ঝরানোর দিন, মেঘ ভরানোর দিন।
0 comments:
Post a Comment