আকাশ
"আকাশ, হৃদয় আমার
তোমার বুকেতে আমি মেঘ হবো,
শ্রাবণের বারিধারা হয়ে ভেজাবো
তৃষিত পৃথিবীকে,
স্বপ্নের দ্যুতি হয়ে ছড়াবো আলোর মেলা।
আকাশ, নীলাম্বর আমার,
স্বপ্নেরা ক্ষয়ে ক্ষয়ে যাবে, ভিজে যাবে সাদা বকের উষ্ণ রোমশ,
তবুও আমি বলবো,
আকাশ,তোমার
আকাশে আমি নদী/তারা হবো,
মেঘ হয়ে ভেসে যাবো অনন্ত নীলিমায়।"
(১৮/৩/৯৭)
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment