শুধু মনে পড়ে
আমি কিছুতেই ভুলতে পারিনা
ফেলে আসা দিনগুলোর কথা,
শুধু মনে পড়ে অন্ধকারে আবছা আলোয় ঢাকা
একটি অস্পষ্ট মুখ,
বাতাসে ওড়া একরাশ কালো চুল,
শ্রাবণের জলে সদ্য ভিজে ওঠা দুটি চোখ,
আর একমুঠো হাসি,
আমি কিছুতেই ভুলতে পারি না,
শুধু মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে....
এখন মধ্যরাত
আকাশের বুকে জুড়ে থাকা তারাগুলোকে
অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে
যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ,
তখন, কেবল তখন একরাশ কালো চুল এসে
বুকের মধ্যে কোথায় যেন ছোট্ট
একটা বাসা বাঁধে,
আমি কিছুতেই ভেঙ্গে দিতে পারিনা
শুধু মনে পড়ে, মনে পড়ে, মনে পড়ে.....
যখন আড়মোড়া ভেঙ্গে ছোট্ট পাখি
স্বাগত জানায় ভোরের শিশিরকে
কেবল তখনি স্মৃতি পটে ভেসে ওঠে
শ্রাবণের জলে সদ্য ভিজে ওঠা দুটি চোখ,
মনের নদীর দূ'কুল ছাপিয়ে নিয়ে যেতে চায়
দূর, বহুদূর,
আমি কিছু্তেই ফেরাতে পারিনা,
শুধু মনে পড়ে , মনে পড়ে , মনে পড়ে...।।
(১/১/৯৮)
Colou illusion
-
আমাদের চারপাশের সবকিছুই রঙিন, কিন্তু কখনো কখনো আমাদের দৃষ্টি ভঙ্গির কারণে
একই দৃশ্য কারো কাছে মনে হয় রঙিন, কারো কাছে ধূসর আবার কারো কারো কাছে সেই
একই...
15 years ago
0 comments:
Post a Comment